শম্ভুনাথ সেনঃ
বীরভূম লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোটের প্রার্থী মিল্টন রশিদকে সমর্থন না করার সিদ্ধান্ত নেয় জেলা কংগ্রেসের বেশ কিছু সদস্য। বীরভূম প্রার্থীকে বয়কট করার জন্য গত ৩০ মার্চ শনিবার ৪০ জন সদস্য মিলে জেলা সদর সিউড়িতে একটি বৈঠক করেন। যার নেতৃত্ব দেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কংগ্রেসের কার্যকরী সমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য সঞ্জয় অধিকারী। উল্লেখ্য, মিল্টন রশিদ বীরভূম জেলা কংগ্রেস কমিটির বর্তমান সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক। ২০২৪ এর নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়েছে। কিন্তু জেলার একাংশ তাকে বয়কট করার সিদ্ধান্তে আজ ১ লা এপ্রিল বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “মিল্টন একাই একশ”। তার জেতার সম্ভাবনা উজ্জ্বল। বীরভূম জেলা কংগ্রেসের একাংশ মিল্টন রশিদকে বয়কট করার কারণে প্রদেশ কংগ্রেস বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তথা লোকসভার প্রার্থী মিল্টন রশিদ। বিজেপির সঙ্গে গোপন সম্পর্ক এবং দল বিরোধী চক্রান্তের অভিযোগে আগামী ছয় বছরের জন্য মৃনালকান্তি বোস, সঞ্জয় অধিকারী, রথীন সেন, অপূর্ব কুমার চৌধুরী, সত্যব্রত ভট্টাচার্য, দেবকুমার দত্ত ও বিবেক সাউ কে বীরভূম জেলা কংগ্রেস কমিটির দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে জাতীয় কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নির্দেশই এই মুহূর্ত থেকে তা কার্যকরী হয়েছে বলে মিল্টন বাবু সাংবাদিকদের জানান।