মেহের সেখঃ
আনুমানিক দুশো বছরের পুরোনো লাভপুর মহুগ্রামের ধর্ম ঠাকুরের বিশেষ পুজো শুরু হল রবিবার থেকে। চলবে পরবর্তী চার দিন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে যেমন মহুগ্রামের প্রসঙ্গ রয়েছে। ঠিক তেমনি মহুগ্রামের ঐতিহ্যবাহী ধর্ম ঠাকুরের বিশেষ পুজোর কথাও কথা প্রসঙ্গে এসেছে। এমনকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার মহুগ্রামের ঐতিহ্যবাহী ধর্ম ঠাকুরের বিশেষ পুজো স্বচক্ষে দেখেছিলেন। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় দিন শুরু হয়ে পরবর্তী চার দিন মহুগ্রামের ধর্মরাজ তলায় নানা ধরনের ক্রিয়া – কর্মের মধ্যে দিয়ে অন্ত্যজ শ্রেণির মানুষেরা তাদের নিজস্ব পুরোহিত দিয়ে ধর্ম ঠাকুরের বিশেষ পুজো করেন।