বিপিন পালঃ
আজ মঙ্গলবার ১৭ মে বীরভূম জেলার কাঁকড়তলা থানার হজরতপুরে কালীঘাট ক্লাব এ্যাকাডেমী দলের কোচ তাপস মন্ডলের উদ্যোগে, হজরতপুর ক্রিকেট এ্যাকাডেমীর ব্যাবস্থাপনায় ও তৃনমূল নেতা প্রলয় ঘোষের সহযোগিতায় ৮টি দলকে নিয়ে নক আউট ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। খেলার মাঠে তৃনমূল নেতৃত্ব, বহু গুনীজ্ঞানী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকল বিশিষ্টজনদের বরণ করা হয়। ওনারা বলেন শরীর চর্চায় শরীর নীরোগ থাকে, মন ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একে অপরকে চিনতে পারে এবং বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়া ছাড়াও খেলায় নানান ভাবে উপকারিতা পাওয়া যায়। খেলার আয়োজককে উপস্থিত সকলে সাধুবাদ জানান। কাঁকড়তলা থানার ওসি শামিম খান ব্যাটে বল মেরে খেলার সূচনা করেন। ফাইনাল খেলায় বিজয়ী ক্রিকেট দলকে ১০০০০ টাকা ও ট্রফি ও বিজিত দলকে ৭০০০ টাকা ও ট্রফি ছাড়াও বেষ্ট ব্যাটার, বেষ্ট বোলার, ম্যান অফ দি টুর্ণামেন্ট সহ ফাইনালে ওঠা সমস্ত খেলোয়ারদের পুরস্কৃত করা হবে। উপস্থিত ছিলেন কাঁকড়তলা থানার ও সি শামিম খান, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, হজরতপুর পঞ্চায়েত প্রধান ফুলমনি রুইদাস, খেলার উদ্যোক্তা তাপস মন্ডল, খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সম্পাদক মৃনাল কান্তি ঘোষ, তৃনমূল নেতা প্রলয় ঘোষ, হজরতপুর তৃনমূল অঞ্চল কমিটির সদস্য সদস্যারা ও সাধারন মানুষ।