
শম্ভুনাথ সেনঃ
সমাজকে সুন্দর ও সুস্থ রাখা এবং নিরাপত্তা রক্ষায় সরকারী ভাবে যাদের নিয়োগ তারাই যদি মদের নেশায় রাস্তায় গড়াগড়ি দেয় তা দেখে তো সবাই বিদ্রুপের হাসি হাসবেই। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো বীরভূমের বোলপুর থানার লজমোড় এলাকা। এখানে একটি মদের দোকানের উল্টোদিকে খাঁকি উর্দি পড়ে মদ খেয়ে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা যায়। এই ঘটনায় কার্যত হাসির রোল পড়ে বোলপুর লজমোড়ে। এই দৃশ্য দেখার পর সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যাদের উপর ভরসা করে নিরাপত্তা পাওয়া যায়, তারা কী করে ডিউটি চলাকালীন উর্দি পোশাক পড়ে মদ খেতে পারে! জানা গেছে এই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি। উর্দি পড়ে দীর্ঘক্ষণ বোলপুর লজমোড় এলাকায় পড়ে থাকার পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক রাকেশ তামাং বলেন, ‘অসুস্থ হয়ে ঘুমিয়ে গিয়েছে।’ কিছুক্ষণ পর বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্রস্ত পুলিশকে থানার গাড়ি করে তুলে নিয়ে যায়। উল্লেখ্য, সংবাদমাধ্যমের কর্মীরা ওই নেশাগ্রস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন।