
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত নান্দরা মোড়ে কালীমাতা হার্ডওয়ারে গত ভোররাতে চুরি গেল নগদ কয়েক লক্ষ টাকা। আজ ৩ মার্চ, বুধবার দুপুর দুটো নাগাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চুরি যাওয়া দোকানের সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে রাত্রে মাত্র একজনই দোকানে ঢুকে এই টাকা চুরি করার ছবি। কালীমাতা হার্ডওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় তিন লক্ষ টাকা চুরি গেছে। ভোর রাতে চুরির এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের নজরে বিষয়টি আনা হয়েছে। তল্লাশি শুরু করেছে পুলিশ। আশা করা যাচ্ছে এই সিসিটিভি ফুটেজ দেখে খুব শীঘ্রই চোরকে ধরা সম্ভব হবে।