শম্ভুনাথ সেনঃ
জোর কদমে শুরু হয়েছে সব দলেরই নির্বাচনী প্রচার। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর ৪ মার্চ দুবরাজপুর বিধানসভা এলাকায় প্রচারে আসেন। সকাল সাড়ে ৯টা নাগাদ থানা মোড় সংলগ্ন এলাকায় বিজেপি কর্মকর্তাদের সাথে দেখা করেন। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে পাহাড়েশ্বর শিবমন্দির ও হনুমান মন্দিরে পুজো দেন। দেবাশিসবাবুকে পদ্মফুলের মালা দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন দুবরাজপুর ব্লক বিজেপির কর্মকর্তারা। এরপর চায়ে পে চর্চায় যোগ দেন বিজেপি প্রার্থী। সঙ্গে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী সহ অনেকেই। তারপর তিনি খয়রাশোল ব্লক এলাকায় প্রচারের উদ্দেশ্যে রওনা হন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শীতলকুচির ঘটনা নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে তৃণমূল। উল্লেখ্য, গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের এসপি থাকাকালীন শীতলকুচির ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন ভোটারের মৃত্যুর অভিযোগ উঠেছিল। গোটা ঘটনায় দেবাশিসবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল। এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে সম্প্রতি তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে বীরভূম কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি কথা বলেন। দেবাশিসবাবু জানান, “কার প্ররোচনায় শীতলকুচির সেই ঘটনা ঘটেছিল আসল রহস্য একদিন উন্মোচিত হবেই!” হাইকোর্টে হেয়ারিং চলছে। “আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার বিরুদ্ধে এফআইআর আছে। আমি গুলি চালানোর অর্ডার দিইনি। সিআইডি তদন্ত করেছে। আমার হাতে কোনো রক্ত লেগে থাকলে আজ আমি এই জায়গায় আসতে পারতাম না।” দুবরাজপুর থেকে এদিন তিনি চলে যান খয়রাশোল এলাকায়।