শম্ভুনাথ সেনঃ
বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সংসদ শতাব্দী রায়ের নাম সবচেয়ে আগেই ঘোষিত হয়েছে। জোর কদমে চলছে সাতটি বিধানসভা এলাকা জুড়েই নির্বাচনী প্রচার। ৪ মার্চ মুরারই বিধানসভা এলাকার মুরারই এক নম্বর ব্লকের তিনটি অঞ্চলের কর্মীদেরকে নিয়ে কিভাবে লোকসভা নির্বাচনে ভোট করতে হবে তা নিয়ে আলোচনা করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তৃণমূলের দলীয় অফিসে চলে নির্বাচনী সম্মেলন। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তৃণমূলের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মুরারই বিধানসভার তৃণমূলের বিধায়ক ডাঃ মোশারফ হোসেন, সংখ্যালঘু রাজ্য কমিটি সাধারণ সম্পাদক আলী খান এবং জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল খান সহ দলীয় কর্মী সমর্থকরা।
এদিনই সন্ধ্যায় রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ২০১৯-২০২৪ সাংসদ তহবিলের কাজের খতিয়ান জনসমক্ষে প্রকাশ করেন। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার জন্য পৃথক পৃথক ভাবে পুস্তিকা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন রামপুরহাটের পুরপ্রধান সহ দলীয় কর্মী সমর্থকরা। এছাড়া এদিন সঙ্গে ছিলেন শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম