
শম্ভুনাথ সেনঃ
সারা গ্রাম জুড়ে শোকের ছায়া। একইসঙ্গে দুটি ডেডবডির ময়না তদন্ত সিউড়ি সদর হাসপাতালে। শ্মশানে মুখাগ্নির পর একজনকে বক্রেশ্বর মহাশ্মশানে দাহ করা হয়। অন্যজনকে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রামে দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। দুটি ভিন্ন ঘটনায় বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। মধুসূদন পাল (৫৪) রুটি রুজির তাগিদে সাইকেলে করে পাণ্ডবেশ্বর থেকে কয়লা এনে বিক্রি করে তার জীবন জীবিকা চালাত। প্রতিদিনের মতো আজও ৭ মার্চ ভোরে সাইকেল নিয়ে পাণ্ডবেশ্বর অভিমুখে যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে ইদিলপুর গ্রাম সংলগ্ন এলাকায় তাকে ডাম্পারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুবরাজপুর থানা হয়ে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদরে পাঠায়। অন্যদিকে এই গ্রামেরই প্রদীপ পাল (৬২) অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আজ রেলের আঘাতে আত্মঘাতী হন। প্রতিদিনের মতো এদিন মর্নিংওয়াকে বেরিয়ে বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে দুবরাজপুর স্টেশন থেকে পাঁচড়া অভিমুখে (২ কিঃমিঃ দূরে) রেলেলাইনে তার ছিন্নভিন্ন দেহ দেখতে পেয়ে গ্রামে খবর যায়। গ্রাম থেকে তার নিথর ক্ষতবিক্ষত দেহ দেখার জন্য ঘটনাস্থলে আসেন তার অনুরাগী শিক্ষক সমাজ, আপনজন, বন্ধুরা। ঘটনাস্থলে আসে সিউড়ি জিআরপি রেলপুলিশ। সেখান থেকে রেল পুলিশ ঘটনাস্থল সরজমিনে পরিদর্শনের পর মৃতদেহ সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।