শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বীরভূম জেলা কমিটির উদ্যোগে বীরভূমের মল্লারপুর বাহিনামোড় এলাকায় আজ ৮ এপ্রিল একটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশ জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর আক্রমন, খুন, ধর্ষণ ও মহিলাদের উপর যৌন নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে এমন দাবি ওঠে মিছিলে। জল, জমি, জঙ্গলের সংবিধান স্বীকৃত অধিকার সুনিশ্চিত করা, মনুবাদী চিন্তা ধারার সংবিধান তৈরির RSS এর ভাবনা বাতিল করা, নতুন নাগরিকত্ব আইনের নামে বে-নাগরিক করার চক্রান্ত মূলক আইন বাতিল করার স্লোগান দেওয়া হয়। এদিন মূলতঃ তপশিলি জাতি দলিত সম্প্রদায়ের মানুষজন এই মিছিলে পা মেলান। পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের বীরভূম জেলা কমিটির উদ্যোগে মল্লারপুর এলাকায় এই মিছিল পরিক্রমার পর ভারতের সংবিধান প্রণেতা ড. বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্য দান ও শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। মূলত সি.এ.এ এবং এন.আর.সি নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা সভায় বক্তব্য রাখেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের প্রাক্তন সাংসদ ড. রামচন্দ্র ডোম, জেলা সম্পাদক শিক্ষক পল্টু বাগদি, সভাপতি শিক্ষক দিলীপকুমার ডোম প্রমুখ।