সেখ রিয়াজুদ্দিনঃ
চোলাই মদ পাচারের কাজে পাচারকারীদের দল বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছে। বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন দিক দিয়ে বীরভূমের মধ্যে প্রবেশ করছে। পাচারকারীদের ব্যবসার শিকড় বেশ গভীরে, তাই একটা রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা বের করে চলছে পাচার। সেরূপ সন্ধানের জেরে লোকপুর থানার পুলিশ অতর্কিতে হানা দিয়ে স্থানীয় থানার ভাদুলিয়া গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদ সহ এক ব্যাক্তিকে আটক করে। জানা যায় ধৃত ব্যক্তির নাম লোটন ডোম, বাড়ি নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার ভাদুলিয়া গ্রামে। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, ইতিপূর্বে লোকপুর থানার পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে মোটরসাইকেল সহ শতাধিক লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে এবং বেশ কিছু ব্যক্তিকে আটক করে আদালতে পেশ করেন। বিশেষ উল্লেখযোগ্য লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে চোলাই মদ বন্ধের ব্যাপারে সর্বদা সক্রিয় ভূমিকা লক্ষনীয়। পাশাপাশি থানা কর্তৃক বিভিন্ন ধরনের মিটিং এ চোলাই মদ বন্ধের ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এলাকা তথা সমাজকে সুস্থ ও সুন্দর করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।