উত্তম মণ্ডলঃ
একসময় এলাকায় প্রচুর আখ চাষ হতো আর সেই আখের নতুন গুড় দিয়ে শুরু হয়েছিল দেবী গুড়কালীর পুজো। প্রায় ৭০ বছরেরও বেশি পুরোনো এই পুজো। এখন আর সেই আখ চাষ নেই। কিন্তু রয়ে গেছে প্রথা। আজ রাজনগর থানার গৌরীবাগান গ্রামে ভুইঁয়া পরিবারের হাতে পুজিতা হলেন দেবী গুড়কালী। নতুন গুড়ের বিভিন্ন পদ নিবেদন করা হয় দেবীকে। এ বিষয়ে পুজারী অরুণ রায় জানান, প্রতি বছর নতুন গুড়ের বিভিন্ন পদ দিয়ে আমরা দেবীর পুজো করে থাকি। আমাদের এ পুজোয় কোনো পুরোহিত নেই। নিজেরাই পুজো করি।