শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের উলকুণ্ডা ও ঝলকা গ্রামে চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবে মাতোয়ারা এলাকার মানুষজন। উলকুণ্ডা পঞ্চায়েতের বহু গ্রাম থেকে এখানে গাজন উৎসব দেখতে আসেন বহু মানুষ। ২৯ চৈত্র সকাল থেকে শুরু হয় বাবা মহাদেবের মাথায় জল ঢালা। ছোটো বড়ো মিলে একশোরও বেশি ভক্ত জল নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে গ্রামের শিবতলা প্রাঙ্গণে উপস্থিত হয়। সাথে থাকে নানা বাদ্যযন্ত্র। বহু মানুষ দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমান। বৈকালে শুরু হয় জিহ্বায় বানফোঁড়া। সবচেয়ে বড়ো বানটি ফোঁড়েন ভক্ত গৌয়ূর মণ্ডল। এই বানফোঁড়ে দেখতে বহু মানুষের ঢল নামে। দিন দিন ভক্তদের সংখ্যা বাড়ছে বলে জানান উলকুণ্ডা নবোদয় সঙ্ঘের সম্পাদক সুকুমার মণ্ডল। তিনি বলেন গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে এই উৎসবের আয়োজন। গাজন উপলক্ষে বসেছে দুদিনের গ্রামীণ মেলা। গ্রামের প্রতিটি পরিবারে উপস্থিত আত্মীয় স্বজন। অন্যদিকে ৩০ চৈত্র উলকুণ্ডা পঞ্চায়েতের অন্তর্গত “ঝলকা” গ্রামে বহু বছর ধরে চলে আসছে চড়ক উৎসব। এখানে পিঠে বানফোঁড়া দেখতে হাজির হয় বহু মানুষ । এই চড়ক পুজো প্রায় ২৫০ বছরের পুরোনো। উলকুণ্ডা পঞ্চায়েতের সেরা গাজন উৎসবের মধ্য দিয়ে বছরের বিদায় ঘণ্টা বেজে ওঠে। আবার শুরু হয় নতুন বছরের দিন গোনা।