বীরভূমের সিউড়ি মা ভবতারিণী কালীবাড়ির ১৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাতৃ আরাধনা

শম্ভুনাথ সেনঃ

আজ চৈত্র সংক্রান্তি। বাংলা বছরের শেষ দিন। রাত পোহালেই শুরু হবে নতুন বছরের পথ চলা। নতুন বছরকে স্বাগত জানাতে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে বর্ষবরণ উৎসবের প্রস্তুতি। আর আজ ৩০ চৈত্র মহাবিষুব সংক্রান্তিতে বীরভূমের সদর সিউড়িতে অবস্থিত ভবতারিণী কালী মন্দিরের ১৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মহাসমারোহে উদযাপিত হয়।

সকাল থেকেই শুরু হয় মাতৃ আরাধনা পুজো-পাঠ, হোম-যজ্ঞ। প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বছরের এই শেষ দিনটি অতিবাহিত হয়। বীরভূম জেলার সদর সিউড়িতে অবস্থিত এই বিখ্যাত কালীমন্দির যা “মা ভবতারিণী কালীমন্দির” নামে চিহ্নিত। উল্লেখ্য, মল্লভূম রাজ্যের দেওয়ান ও শক্তিসাধক চণ্ডীচরণ মুখোপাধ্যায়ের পৌত্র কুলদানন্দ দক্ষিণেশ্বর কালীবাড়ির ভবতারিণী কালীবিগ্রহের আদলে মূর্তি নির্মাণ করিয়ে জেলা সদর সিউড়ি শহরে ভবতারিণী কালীবিগ্রহ প্রতিষ্ঠা করেন। সেই তারিখটি ছিল ১২৮৩ বঙ্গাব্দের এমন এক ৩০ চৈত্র। সেই থেকেই পরম্পরা চলে আসছে মা ভবতারিণী মায়ের আরাধনা।

আজ মুখোপাধ্যায় পরিবারের কর্ণধার পার্থসারথী মুখোপাধ্যায় নিজহস্তে মায়ের পুজো পাঠে অংশ নেন। তন্ত্র ধারকতার কাজটি করেন পুত্র শুভদীপ মুখোপাধ্যায়। আজকের এই পুণ্য দিনটিতে মা ভবতারিণীর মন্দিরে বহু ভক্ত-পুণ্যার্থীর সমাগম ঘটে। পুজো শেষে ভক্তদের মাথায় ছিটিয়ে দেওয়া হয় শান্তি বারি। উপস্থিত সকলেই সানন্দে গ্রহণ করেন মা ভবতারিণীর প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *