দীপককুমার দাসঃ
শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে সিউড়ির অন্বেষণ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো শহর কেন্দ্রিক গান ও কবিতার কোলাজ। সত্তরের দশক থেকে এই সময়ের শহর কেন্দ্রিক গান, কবিতার কোলাজ নিয়েই ছিল এদিনের এই অনুষ্ঠান। এদিন অন্বেষণ সাংস্কৃতিক সংস্থার ৩০তম বর্ষের এই অনুষ্ঠানের থিম ছিল-শহরের উষ্ণতম দিন। এই অনুষ্ঠানের থিম ভাবনার সঙ্গে মিলিয়ে মঞ্চের মাঝখানে ছিল ছোটদের আঁকা বহুতল বাড়ির ছবি। শহর কেন্দ্রিক এই অনুষ্ঠানে মোট ১৯টি একক সঙ্গীত পরিবেশন করেন এই সংস্থার শিল্পীরা। এই সংস্থার পক্ষে সৌম্যদীপ চট্টোপাধ্যায় বলেন, আমাদের থিম ছিল শহর। একটি শহরকে নিয়ে নাগরিকদের যে সমস্ত আবেগ, ভালোবাসা, বন্ধন এই সমস্ত কিছু নিয়েই গান, কবিতার কোলাজ পরিবেশিত হলো। এদিন সিউড়ির রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানে সঙ্গীত প্রেমীরা উপস্থিত ছিলেন।