শম্ভুনাথ সেনঃ
আজ পয়লা বৈশাখ। ১৪৩১ বঙ্গাব্দের সূচনা। বাংলা নববর্ষের এই প্রথম দিনে বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। মা তারাকে পুজো দিতে সকাল থেকেই মন্দিরের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন পুণ্যার্থীরা। বছরের প্রথম দিনে মা তারাকে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন সংসারী সাধারণ মানুষজন। সাধারণ ভক্ত পুণ্যার্থীদের পাশাপাশি আজকের দিনে তারাপীঠ মন্দিরে উপস্থিত ছিলেন বহু ব্যবসায়ী। মা তারার কাছে নতুন খাতার পুজো দিয়ে হালখাতার সূচনা করেন তারা। সব মিলিয়ে নববর্ষের প্রথম দিনেই তারাপীঠ মন্দিরে ঢল নামে পূর্ণ্যার্থীদের। ভিড় নিয়ন্ত্রণ করতে মন্দিরের সামনে ব্যারিকেড তৈরী করা হয়েছে। ছিল মন্দির কমিটির নিজস্ব বেসরকারী নিরাপত্তা বাহিনী।