শারীরিক ও মানসিক চিকিৎসা শিবির

সেখ রিয়াজুদ্দিনঃ

মানুষ প্রতিনিয়ত বিভিন্ন কারণে শারীরিক ও মানসিক সমস্যা জনিত কারণে ভুগছেন। হয়তো চিকিৎসা করাচ্ছেন বা চিকিৎসা কেন্দ্রে ভর্তি হচ্ছেন, সুস্থ হচ্ছেন তথাপি যেন মানসিক চাপ থেকেই যাচ্ছে। সেই নিরিখে বাংলা নববর্ষের দিনে সুস্বাস্থ্য উপহার দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন বীরভূমের উপহার ওয়েলফেয়ার সোসাইটি এবং হাত বাড়াও সোসাইটি নামক দুই স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলা নববর্ষের দিনেই সাঁইথিয়া সংলগ্ন শিমুলিয়াহাট গ্রামে আয়োজিত হয় বিনামূল্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষার শিবির। নতুন বছরে সবাইকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখার অঙ্গীকার নিয়েই মূলত এই শিবিরের আয়োজন উদ্যোক্তাদের বক্তব্য। এদিন শিবিরে প্রায় ৬৫ জন ব্যাক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষা এবং চিকিৎসা করা হয়। তীব্র গরমের দাবদাহের কথা মাথায় রেখে শিবিরে আগত সকলকে ও আর এস এবং মাল্টিভিটামিন সহ একাধিক ওষুধপত্র দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য্য, মনোবিদ প্রিয়নীল পাল, স্বাস্থ্য কর্মী সুস্মিতা দত্ত, বামদেব গড়াই, সমাজকর্মী সঞ্চারী সালুই, সুমন গড়াই, ব্রজ মন্ডল প্রমুখ। ডাক্তার ডক্টর জিষ্ণু ভট্টাচার্য্য জানান, এই ধরনের শিবির করার আমাদের মূল লক্ষ্য মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। তাই অবসর সময় বের করে মানুষের সেবায় নিয়োজিত থাকি। মনোবিদ প্রিয়নীল পালের কথায়, অনেকের মধ্যে মানসিক সমস্যা থাকে কিন্তু কাউকে প্রাণ খুলে বলতে পারেন না।অনুরূপ শারীরিক সমস্যার ক্ষেত্রেও কাউন্সিলিং এর মাধ্যমে সহযোগিতা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *