শম্ভুনাথ সেনঃ
১ লা বৈশাখ। ১৪৩১ বঙ্গাব্দের সূচনা। এদিন ব্রহ্ম উপাসনা, মন্ত্রপাঠ ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে বর্ষবরণে মেতে উঠলো বিশ্বভারতী। মহাসমারোহে বাংলা নতুন বছরকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানাই রবিঠাকুরের শান্তিনিকেতনে বিশ্বভারতীর পড়ুয়ারা। দিনভর বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা, নৃত্যনাট্য, রবীন্দ্র সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বভারতীতে এবার পালিত হল বাংলা নববর্ষ। এ দিন সকালেই উপাসনাগৃহে শুরু হয় বৈদিক মন্ত্রপাঠ, ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। উপাসনা শেষে প্রথা অনুযায়ী পুরোনো ঘন্টাতলায় শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক,সহ বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা। বেলা সাড়ে ১০টা নাগাদ রবীন্দ্রভবনে কবিগুরুর ব্যবহৃত চেয়ারে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, অধ্যাপক, কর্মী আশ্রমিকরা। বর্ষবরণে কবিতা, গান, আবৃত্তি পাঠের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে নিজস্ব ঢঙ্গে স্বাগত জানানো হয় রবি ঠাকুরের শান্তিনিকেতনে। প্রথা অনুযায়ী বিশ্বভারতী কর্তৃপক্ষ মিষ্টি ও নববর্ষের কার্ড বিতরণ করেন। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেন সবাই।