বীরভূম লোকসভা কেন্দ্রের মুরারই এলাকায় SUCI এর নির্বাচনী প্রচার

শম্ভুনাথ সেনঃ

দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যে প্রচারে এগিয়ে রয়েছে তৃণমূল ও বিজেপি। বাম কংগ্রেস জোট প্রার্থী ইতমধ্যে বীরভূম লোকসভার অন্তর্গত বেশ কয়েকটি বিধানসভায় প্রচার চালিয়েছে। আজ গ্রীষ্মের এই দাবদাহকে উপেক্ষা করে বীরভূম লোকসভা কেন্দ্রের SUCI প্রার্থী আয়েশা খাতুন সহ দলীয় সমর্থকরা বীরভূমের মুরারই বিধানসভা এলাকায় নির্বাচনী পদযাত্রায় অংশ নেয়। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের চূড়ান্ত জনবিরোধী নীতি এবং সিপিএম কংগ্রেসের সুবিধাবাদী জোটের বিরুদ্ধে জনসাধারণকে গর্জে ওঠার আবেদন জানান। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য সংগ্রামী বামপন্থী দল এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থী আয়েশা খাতুনকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তারা। দলের বক্তব্য নির্বাচন দিয়ে মানুষের মৌলিক সমস্যার সমাধান সম্ভব নয়। ১৯৫২ সাল থেকে ভারতবর্ষে নির্বাচন হয়ে আসছে। কেন্দ্র ও রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জীবনের বহু সমস্যার সমাধান হয়নি। বাড়ছে ভয়ঙ্কর বেকার সমস্যা। শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে বেসরকারি করণের ফলে উচ্চ শিক্ষায় সাধারণ ঘরের ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে। ক্রমবর্ধমান নারী নির্যাতন বেড়েই চলেছে। চাষী তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। বাড়ছে চাষের উপকরণের দাম।সম্প্রতি নির্বাচনী বন্ডে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সামনে এসেছে। তারা সাধারণ ভোটারদের কাছে এইসব বক্তব্য তুলে ধরেন। ৮০০ জীবন দায়ী ঔষধের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর জন্য তীব্র প্রতিবাদ জানান।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *