নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
বাংলা নববর্ষের প্রথম দিনটিকে সাঁইথিয়া পুরসভা বরণ করল বর্ণাঢ্য উৎসবের মাধ্যমে। শহরের বিভিন্ন শ্রেণির মানুষ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণে অনুষ্ঠান ছিল চিত্তাকর্ষক। ১ বৈশাখ বিকালে শহরের দুই প্রান্ত থেকে দুটি শোভাযাত্রা বর্ণময় আয়োজনে সাঁইথিয়া শশিভূষণ বালিকা বিদ্যালয়ের উৎসবমঞ্চে উপস্থিত হয়। পুরসভার সঙ্গে জড়িয়ে থাকা বিশেষজনের পাশাপাশি শহরের সব শ্রেণির মানুষ, সাংস্কৃতিক সংগঠন, পুরপ্রতিনিধি, ছাত্রছাত্রী,যুবকযুবতীরা পা মিলিয়েছিল এই সুদৃশ্য শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশগ্রহণে পুরুষ মহিলারা বাঙালী পোশাক পরে “বাংলার মাটি বাংলার জল” গান গাইতে গাইতে অনুষ্ঠান অঙ্গণে প্রবেশ করে। তারপর মূলমঞ্চে সবার হাত ছুঁয়ে জ্বলে ওঠে মঙ্গলপ্রদীপ। সমাজকর্মী দেবাশিস সাহা স্বাগত ভাষণে নববর্ষ প্রসঙ্গে বক্তব্য রাখেন। বাংলার মাটি বাংলার জল গানের সঙ্গে নাচের অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সূচনা হয়। তারপর বর্ষবরণের নির্বাচিত গান সহযোগে নৃত্য পরিবেশন করে শহরের সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠানগুলি।
সারা শহরের মানুষ এদিন অনুষ্ঠান অঙ্গণে উপস্থিত হয়ে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে শুভেচ্ছা আদান প্রদানের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিজয়কুমার দাস ও সুব্রত ঘটক। পুরপিতা বিপ্লব দত্ত বলেন, এ অনুষ্ঠান শহরের মানুষের বছরের প্রথম দিনে মিলিত হওয়ার অনুষ্ঠান। যেভাবে শহরের মানুষ এবং সাংস্কৃতিক সংগঠনগুলি হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তা এক অভিনব দৃষ্টান্ত।