শম্ভুনাথ সেনঃ
ঝাড়খন্ড সীমান্তে দক্ষিণবঙ্গের অন্যতম রুখাশুখা জেলা বীরভূম। দিন দিন ক্রমশঃ বাড়ছে তাপমাত্রার পারদ। গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে সারা জেলা জুড়েই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ তাপমাত্রা ছিল ৩২° সেলসিয়াসে। পাথুরে ও লালমাটির জেলা বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট তিন মহকুমাতে দাবদাহ চলছে। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরেই বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রি কাছাকাছি থাকবে। তাপমাত্রা বাড়ার কারণে জেলা জুড়ে চলছে তাপ প্রবাহ। গরম ও দাবদহে নাজেহাল বীরভূমবাসী। জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। বাইরে বেরোনো পথচারীরা জানিয়েছেন, পরিস্থিতি প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। ছিঁটে ফোঁটা বৃষ্টিরও দেখা নেই। পাল্লা দিয়ে বাড়ছে রোদের উত্তাপ। বেশী সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাঙ্গামাটির মানুষ।