দীপককুমার দাসঃ
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ তোলার লক্ষ্যে সিউড়ির বেনীমাধব ইনষ্টিটিউশন এর মাঠে ৮০ফুটের শ্রীরামচন্দ্রের ছবি এঁকে নজর কাড়লো সিউড়ির ১৭ জন শিল্পী। মূলতঃ চার শিল্পীর তত্ত্বাবধানে ১৭জন শিল্পী আর্ট পেপারের উপর রঙ দিয়ে তৈরি করেছে বিশালাকার ধনুকধারী রামের ছবি। রামনবমীকে ঘিরে যখন রাম ভক্তদের দেশজুড়ে উদ্দীপনা। ঠিক সেই সময় ৮০ফুট বাই ৩৩ফুটের শ্রীরামচন্দ্রের ছবি এঁকে সাড়া ফেললো অঙ্গনা সাহা, পবন শর্মা, কুশল মজুমদার, স্নেহাশীষ বসাক সহ সহশিল্পীরা। এরজন্য লেগেছে ৬০০টি কার্টিজ পেপার ও বাড়ির দেওয়াল রঙ করার রঙ। এ বছর কেউ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিয়েছে এই শিল্পীরা। পরবর্তী নতুন পাঠ শুরু করার আগে যৌথভাবে কিছু করার ভাবনা থেকেই এই উদ্যোগ। আর এখন লক্ষ্য এই রামচন্দ্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তোলা।