
শম্ভুনাথ সেনঃ

বৈশাখ মাস নববর্ষের প্রথম মাস। এই মাসে জুড়ে বীরভূমের বহু গ্রামে গ্রামে সন্ধ্যায় নাম সংকীর্তন গ্রাম পরিক্রমা করে। গৃহস্থ বাড়ি ভক্তদের নিমিত্তে জল খাওয়ানোর ব্যবস্থা রাখে। আজ এই বৈশাখী পূর্ণিমায় হনুমান জয়ন্তীর দিনে বীরভূমের মুরারই বাজারে হনুমান মন্দির থেকে পথ চলতি সাধারন মানুষকে গ্লুকোজ শরবত খাওয়ানো হয়। অতিরিক্ত গরম পড়ায় সাধারণ মানুষের তেষ্টা নিবারণের জন্য স্থানীয় হনুমান মন্দির কমিটি সদস্যরা এই উদ্যোগ নিয়েছে। এ তথ্য জানিয়েছেন কমিটির এক সদস্য ইন্দ্রজিৎ ভকত। তাদের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম