পাঁচ মিনিটের দমকা হাওয়ায় উড়ে যায় টিনের চাল, লণ্ডভণ্ড বাড়ি ঘর বীরভূমের বক্রেশ্বরে

শম্ভুনাথ সেনঃ

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে নাজেহাল সারা রাজ্যের সাথে বীরভূমের রাঙ্গামাটির মানুষ। তারই মাঝে গতকাল রাত্রি সাড়ে ১০ টা নাগাদ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ছিটেফোঁটা বৃষ্টি। আর তারপরেই পাঁচ মিনিটের দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় বাড়িঘরের ছাউনি। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের সতীপীঠ বক্রেশ্বরে ডোমপাড়ার সবুজ পল্লীতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাওয়া তাদের বাড়িতে ছিল টিনের ছাউনি। পরিবারের সদস্যরা প্রায় ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময়ই জোর দমকা হাওয়ায় লন্ডভন্ড গৃহস্থালির জিনিসপত্র। ৪-৫ টি বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যায়। ভাঙা ইঁট তাদের গায়ে লেগে দম আটকে যায়। বাড়ির ভিতর থেকেই দেখা যায় খোলা আকাশ। বাড়িতে পাখা, টিভি, আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর তারা পাশের বাড়িতে আশ্রয় নেয়। সরকারি সাহায্যের জন্য স্থানীয় গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *