প্রাকৃতিক জিনিস দিয়ে বিশালাকার রামলালার ল্যান্ড আর্ট তৈরি করে ন্যাশান্যাল বুক অফ রেকর্ডস এ নাম উঠল ঝুলন মেহতরীর

দীপককুমার দাসঃ

গত ২২ জানুয়ারি অযোধ্যায় শ্রীরাম লালা প্রতিষ্ঠার দিন সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ের পাশে প্রাকৃতিক বিভিন্ন জিনিসপত্র দিয়ে ৬০ফুট বাই ৫০ ফুটে যে বিশাল আকার রামের যে ল্যান্ড আর্ট তৈরি করা হয়েছিল। আর গাছের পাতা, ফুল, আবির সহ বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি ধনুকধারী শ্রীরামচন্দ্রের বিশালাকার ল্যান্ড আর্ট ন্যাশনাল বুক অফ রেকর্ড এর স্বীকৃতি পেলো। ঝুলন মেহতরীর তত্ত্বাবধানে একদল যুবক এই ল্যান্ড আর্ট তৈরি করেছিল। আজ এই কাজের স্বীকৃতি স্বরূপ ন্যাশানাল বুক অফ রেকর্ডস সার্টিফিকেটটি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সিউড়িতে শিল্পী ঝুলন মেহতরীর হাতে তুলে দেন।আর তার শিল্পকর্ম ন্যাশান্যাল বুক অফ রেকর্ডস এর স্বীকৃতি পাওয়ায় খুব খুশি। তিনি বলেন, আজ খুব আনন্দ হচ্ছে। আমার ছাত্র ও বন্ধুদের নিয়ে এই কাজটা করেছিলাম। তার মধ্যে কৌশিক দে এর নাম বিশেষ ভূমিকা ছিল। ওদের সকলের জন্য এই সম্মান প্রাপ্তি। আগামী দিনে আমরা চেষ্টা করবো দুবরাজপুরের পাহাড়েশ্বর সহ রাঙামাটির বীরভূমকে সাজিয়ে তোলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *