শম্ভুনাথ সেনঃ
বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির দলীয় অনুমতি সাপেক্ষে আরও এক বিজেপি প্রার্থী আজ ২৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, আগেই বিজেপির প্রার্থী হিসেবে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকল্প প্রার্থী হিসাবে আজ দেবতনু ভট্টাচার্য নামে এই বিজেপি নেতাকে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। সেই সিদ্ধান্ত অনুযায়ী এই বিজেপি নেতা বীরভূম জেলাশাসকের দপ্তরে আজ মনোনয়নপত্র দাখিল করেন। তবে বিজেপির রাজ্য সম্পাদক তথা জেলা নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “তাদের প্রার্থী দেবাশীষ ধর”। তবে তাঁর বিরুদ্ধে যেভাবে কলকাঠি নাড়া হচ্ছে সেজন্যই বিকল্প হিসাবে দেবতনুবাবুকে প্রার্থী করা হয়েছে। যদি কোনো কারণে দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয় তাহলে দেবতনু ভট্টাচার্য এই বীরভূম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে দেবতনু ভট্টাচার্য মনোনয়নপত্র দাখিল করার পর জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন, পরবর্তীতে দল যা নির্দেশ দেবে সেই মতোই প্রার্থীপদ প্রত্যাহার করা হতেও পারে।