
শম্ভুনাথ সেনঃ
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয়েছে। টেকনিক্যাল ফল্টের জন্য তার প্রার্থীপদ খারিজ হয়েছে বলে দেবাশিসবাবু জানিয়েছেন। উল্লেখ্য, গতকালই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি দল দেবতনু ভট্টাচার্যকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করান।

প্রসঙ্গত দুদিন আগে থেকেই দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হতে পারে তেমন আভাস পেয়েছিল দল। সেই জল্পনা আজ সত্যি হলো। অবশেষে সেই কারণেই বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যের মনোনয়নপত্র জমা পড়ে। আজ দেবাশিষবাবুর প্রার্থীপদ খারিজ হওয়ার পর তিনি প্রশাসন ভবন থেকে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি জানান, তিনি এই বিষয় নিয়ে যথাশীঘ্র কলকাতা উচ্চ আদালতে যাবেন। এদিকে দেবাশিসবাবুর প্রার্থীপদ খারিজ হওয়ার খবরে দেবতনুবাবু জানিয়েছেন তিনি একজন বিজেপি দলের সৈনিক। তাকে দল যেভাবে পরিচালিত করবে তিনি দলের হয়ে সেভাবেই লড়বেন।