শম্ভুনাথ সেনঃ
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে আজ ৩০ এপ্রিল বীরভূমের সিউড়িতে নির্বাচনী প্রচারে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে নির্বাচনী সভায় ছিল রেকর্ড সংখ্যক শ্রোতা দর্শকের ভিড়। এদিন তাঁর এই প্রচার সভাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব,কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনা ছিল যথেষ্ট। “আরো একবার, মোদি সরকার”– এমন শ্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন তিনি। তিনি তার ভাষণে যেমন তুলে ধরেন প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারের সাফল্যের খতিয়ান, তেমনি বাংলায় মমতা সরকারের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে এরাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং নানা দুর্নীতির কথা তুলে ধরে তৃণমূল সরকারকে তুলোধোনা করেন যোগী আদিত্যনাথ। এরাজ্যের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রী হলে দাঙ্গাকারীদের উল্টে লোটকে শুধরে দিতেন। এ দিন সিউড়ি বেণীমাধব হাইস্কুল মাঠে তীব্র রোদ উপেক্ষা করেই তাঁর বক্তব্য শোনেন উৎসুক জনতা ও দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন লোকসভার দলীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্য, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা প্রমুখ। সভা শেষে মঞ্চ থেকে তিনি সোজা চলে যান সিউড়ি ভারত সেবাশ্রম মন্দিরে। তারপর তিনি ইরিগেশন কলোনির মাঠে হেলিকপ্টার ধরে আকাশপথে চলে যান দুর্গাপুরের নির্বাচনী সভায়।