সমাজ সচেতনতা মূলক বার্তা জলসা এ বোখারীয়া থেকে

সেখ রিয়াজুদ্দিনঃ

দিনদিন বাড়ছে সর্বনাশা ড্রাগের নেশা। এছাড়াও মদ, লটারি, জুয়া সহ অন্যান্য নেশাগ্রস্ত এর মধ্যে দিয়েও সমাজে, সংসারে তৈরি হচ্ছে অশান্তির বাতাবরণ। পাশাপাশি মোবাইলে আসক্ত যুবসমাজও বিপথগামী হয়ে পড়ছে। সেই সমস্ত দিক দিয়ে বিরত থাকা এবং ইসলাম ধর্মীয় নীতি অনুসারে পথচলা কর্তব্য। তাহলে সুস্থ সমাজ গড়ে উঠবে। থাকবে না কোনো ভেদাভেদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। এরূপ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় গতকাল সোমবার রাতে খয়রাসোল ব্লকের বুধপুর মতি মসজিদ কর্তৃক পরিচালিত গাবতলা প্রাঙ্গণে জলসা এ বোখারীয়া অনুষ্ঠান থেকে। অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন খানকাহ এ বোখারীয়া গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তরীকত মৌলানা সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী। প্রধান বক্তা ছিলেন উত্তর দিনাজপুর থেকে আগত মৌলানা রফিকুল ইসলাম। এছাড়াও ছিলেন হাফিজ সামিউল খান, হাজী নজরুল ইসলাম খান, মৌলানা মহম্মদ সামিম, হাফিজ জাহাঙ্গীর সহ অন্যান্য আলেম উলেমায়েগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *