সেখ রিয়াজুদ্দিনঃ
জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি পরিচালিত সিউড়ি পৌর মজদুর কংগ্রেস এর পক্ষ থেকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে তুলে ধরা হয় যে, পৌরসভার অস্থায়ী কর্মচারীদের প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি এবং সেই সাথে শ্রমিকদের পিএফ চালু করা। সংগঠনের বক্তব্য সিউড়ি পৌরসভার বোর্ড এর সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের প্রতি বৎসর বেতন বৃদ্ধি হয় এপ্রিল মাস থেকে। অস্থায়ী কর্মচারীরা তাদের বেতনের সঙ্গেই বাড়তি বেতনের অংশটুকু ও পেয়ে থাকে। কিন্তু আজ অব্দি সে বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনের দাবি। এছাড়াও হুঁশিয়ারি দেন যে, যদি পৌরসভা কর্তৃপক্ষ শীঘ্রই কোনো ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে লোকসভা নির্বাচনের পর বৃহত্তর আন্দোলন পথে নামা হবে।সেক্ষেত্রে পৌরসভা কর্তৃপক্ষের উপর এর দায় দায়িত্ব বর্তাবে। বারং বার জানানো সত্ত্বেও প্রভিডেন্ট ফান্ড থেকে অস্থায়ী কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকের পিএফ চালু করার কথা। উপস্থিত ছিলেন সংগঠনের সিউড়ি শাখার সম্পাদক দীপক কাহার, জেলা আইএনটিইউসি মৃনাল কান্তি বসু প্রমুখ নেতৃত্ব।