সেখ রিয়াজুদ্দিনঃ
দীর্ঘ কয়েকমাস যাবৎ প্রখর রৌদ্রের তাপপ্রবাহ মানুষের জনজীবনে অস্বস্তি বাড়িয়ে তুলেছে। এদিকে বৃষ্টিপাত না হওয়ায় রাস্তাঘাট সহ সমস্ত কিছু উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিনিয়ত আবহাওয়া দপ্তর থেকে লাল বা হলুদ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকেই যেন ৪২-৪৩ ডিগ্রি তাপমাত্রা শুরু। জনজীবনে তথা কর্মক্ষেত্রে ঘটছে বিঘ্ন শুধু মাত্র তাপপ্রবাহের জন্য। অসহ্য গরম থেকে রেহাই পেতে সাধারন মানুষজন খুব জরুরি কাজ না থাকলে একপ্রকার বাড়ীর বাইরে কেউ বের হচ্ছেন না। কিন্তু রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জনিত কারণে সিভিকদের ডিউটি অব্যাহত। তাইতো কখনো গাছের নিচে, কখনো রাস্তার মোড়ে ছাতা নিয়ে কিম্বা হয়তো চা দোকান বা কারোর বাড়ীর পিছনে একটু ছায়ার মধ্যে মাথা গুঁজে দাড়ানোর চিত্র বিদ্যমান। সেইরূপ ঘটনা উপলব্ধি করতেই খয়রাসোল থানার ওসি তপাই বিশ্বাস ডিউটিরত সিভিকদের জন্য ওআরএস সহ ঠান্ডা পানিয় জল সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করেন মঙ্গলবার। সেই মোতাবেক খয়রাসোল থানার বিভিন্ন স্থানে কর্মরত সিভিকদের কাছে ওআরএস, গ্লুকোন-ডি, ছাতা সহ ঠান্ডা জল পাঠানোর ব্যবস্থা করেন। উল্লেখ্য সামনেই লোকসভা নির্বাচন, সেটাকে ঘিরে পুলিশের নাকা চেকিং সহ বিভিন্ন বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে পুলিশ সহ সিভিকদের ডিউটি খুব কড়াকড়ি চলছে। তাইতো ৪২-৪৫ ডিগ্রি তাপপ্রবাহ সহ্য করেও সিভিকরা ডিউটি বা কর্মে অবিচল। এরূপ ঘটনার প্রেক্ষিতে খয়রাসোল থানার উদ্যোগকে এলাকাবাসী সহ পথ চলতি মানুষজন সাধুবাদ জানান। তাপপ্রবাহ চলাকালীন এধরনের সরবরাহ নিয়মিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।