উৎসর্গ প্রকল্পে রক্তদান শিবির

সেখ রিয়াজুদ্দিনঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার চন্দ্রপুর থানায় আয়োজিত হয় উৎসর্গ প্রকল্পের অধীনে রক্তদান শিবির। চন্দ্রপুর থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় যুবক সহ মোট ৭০ জন রক্তদাতা রক্ত দান করেন। এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চ্যাটার্জী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায়, সমাজসেবী বিদ্যুৎ ব্যানার্জি কৌশিক মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। চন্দ্রপুর থানার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে মেমেন্টো, গাছের চারা ও শংসাপত্র তুলে দেওয়া হয় উপস্থিত অতিথিদের মাধ্যমে। উল্লেখ্য ওসি কস্তুরী মুখোপাধ্যায় চ্যাটার্জির বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড জেলার বিভিন্ন থানায় কর্মরত থাকার সময় নিদর্শন রেখেছেন। রক্তদান শিবির ছাড়া ও কচিকাঁচাদের জন্য থানা চত্বরে চালু করেছেন পাঠশালা,যাহা সমস্ত মহলে প্রশংসিত হয়েছেন। জেলার ব্লাড ব্যাংক গুলিতে গ্রীষ্মকালীন সময়ে রক্ত সঙ্কট মোচন দূরীকরণে এ এক পদক্ষেপ গ্রহণ করার জন্য উপস্থিত অতিথি সহ এলাকবাসী সাধুবাদ জানান। শিবিরে উপস্থিত সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত এক সাক্ষাৎকারে শোনান সেই কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *