শম্ভুনাথ সেনঃ
বিয়েবাড়িতে পানীয় জল খেয়ে বমি-পায়খানা। স্থানীয় হাসপাতালে ভর্তি কনে সহ ৭জন। বিয়েবাড়ির পানীয় জলের বোতলে পাওয়া গেছে পচা টিকটিকি। এমনই অভিযোগ। সেই জল খেয়ে বমি পায়খানা উপসর্গ দেখা দেয় কনে সহ ৭ জনের। এই ঘটনায় পণ্ড হয়ে যায় বিয়ে বাড়ির আনন্দ। যার জেরে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের। এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বীরভূমের লাভপুর ব্লকের বিপ্রটিকুরি গ্রাম পঞ্চায়েতের মহুলা গ্রামে। ঘটনার পর স্থানীয় তাঁতবান্দি গ্রামে সরবরাহকারী জলের দোকানের সামনে বিক্ষোভ দেখান বিয়েবাড়ির সদস্যরা। উল্লেখ্য, গত শুক্রবার রাতে মহুলা গ্রামে এই বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিলি করা হয় এই পানীয় জলের বোতল। যা ক্রয় করা হয়েছিল মহুলা সংলগ্ন তাঁতবান্দি গ্রামের একটি জল সরবরাহকারী দোকান থেকে। ওই মালিকের একটি পানীয় জলের প্লান্টও রয়েছে। তবে এদিনের এই ৫০০ মিঃ.লি. সিলড জলের বোতল কিন্তু মালিকের নিজের শীলড জল নয়। সেটি অন্য একটি দোকান থেকে ক্রয় করা হয়েছিল বলে জানিয়েছেন দোকানের মালিক পার্থ চ্যাটার্জি।
ওই জল কোম্পানিকে এমন ঘটনার ভিডিও তিনি পাঠিয়েছেন বলে পার্থবাবু জানান। বিয়েবাড়ির পরিবার সূত্রে জানা গেছে বিয়ে অনুষ্ঠানের জন্য ১৭ পেটি ৫০০ মি.লি. বোতল জল নিয়ে যাওয়া হয়। বিয়ে অনুষ্ঠান চলাকালীন তার মধ্যে একটি বোতল থেকে জল খান কনে। জল খান পরিবারের আরও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। তাদের মধ্যে একজনের নজরে পড়ে বোতলের মধ্যে ভাসছে আস্ত মরা টিকটিকি। গরমে পচে জলের সঙ্গে মিশে গিয়েছে টিকটিকির দেহের একাংশ। পানীয় জলে টিকটিকি উদ্ধারের খবর পেয়ে যারা জল খেয়েছিলেন তাদের অনেকে অসুস্থ বোধ করতে শুরু করেন। সকাল থেকে শুরু হয় বমি ও পায়খানা। যার জেরে কনে সহ ৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয় বলে স্থানীয় মানুষ জানিয়েছে।