শম্ভুনাথ সেনঃ
ভারতের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন। এবার এই অষ্টাদশ লোকসভা নির্বাচন ৭ টি পর্যায়ে সম্পন্ন হবে। ইতিমধ্যে দু দফা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন। চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে। এদিন বীরভূমের দুটি কেন্দ্রে (বীরভূম লোকসভা কেন্দ্র এবং বোলপুর তপঃ লোকসভা কেন্দ্রের) ভোট গ্রহণ করা হবে। সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে SVEEP (Systematic Voter’s Education and Electoral Participation) কার্যকম শুরু হয়েছে আগেই। ভোটার সাক্ষরতা প্রচারের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের SVEEP একটি প্রধান কর্মসূচি। ২০০৯ সাল থেকে নির্বাচন কমিশন ভোটারদের প্রস্তুত করা এবং তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কিত মৌলিক ধারণা দিতে এই কর্মসূচি গ্রহণ করেছে। যোগ্য নাগরিকদের ভোটের জন্য উৎসাহিত করা এবং নির্বাচনের সময়, ভোটদানে অংশগ্রহণ ভোটদান প্রক্রিয়া সম্পর্কে প্রচারের লক্ষ্যে এটি একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। বীরভূমেও ভোটারদের সচেতনতার লক্ষ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকায় এই কর্মসূচি ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। দুবরাজপুর ব্লক প্রশাসন থেকে লোকসভা নির্বাচন ২০২৪ প্রচারের লক্ষ্যে মাজুরিয়া বৈরাগীকোন্দা এমন সব গ্রামে এই কর্মসূচি নেওয়া হয়। উপস্থিত ছিলেন ব্লকের যুব আধিকারিক অনিন্দ্য দুয়ারী, নির্মাণ সহায়ক ভিমরাম দাস সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা। স্থানীয় আদিবাসী ও তপশিলি জাতির মা ও মেয়েরা অংশগ্রহণ করে। প্রোগ্রাম শুনতে হাজির হয় কৌতুহলী শিশুরাও।