
শম্ভুনাথ সেনঃ
বীরভূমে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ আগামী ১৩ মে। তবে নির্বাচন কমিশনের উদ্যোগে আজ ৭ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের ভোটগ্রহণ শুরু হলো বীরভূমে। এই ভোট গ্রহণ চলবে আগামী ৯ মে পর্যন্ত। উল্লেখ্য, জেলা প্রশাসন সূত্রে খবর বীরভূমে পাঁচ হাজারেরও বেশি ভোটার বাড়িতে বসে ভোটদান করার জন্য আগেই আবেদন জানিয়েছেন। আজ বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের হালসোত গ্রামে এমন ভোটগ্রহণের চিত্র ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সহ ভোট কর্মীরা এদিন দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের হালসোত গ্রামে সরকার বাড়িতে ভোট গ্রহণ করেন। এদিন ৮৬ বছরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষেত্রনাথ সরকার তিনি ভোট দান করেন। যথেষ্ট গোপনীয়তার মধ্যে তিনি ব্যালটে ভোট দেন। আঙ্গুলে কালিও লাগানো হয়। ভোট দানের পর তিনি খুশি ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এছাড়া এই গ্রামে আরো কয়েকজনের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হয়।