
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই দু’নম্বর ব্লকের পাইকরের হাজরা মাঠে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আজ একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প.ব. বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশিস ব্যানার্জি এবং আইএনটিসি জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্বরা। এই জনসভায় বহু মানুষের ভিড় জমে। তিনবারের জয়ী প্রার্থী তৃণমূলের শতাব্দী রায় কে এবারও জয়ী করার আহ্বান জানান বক্তারা।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম