সেখ রিয়াজুদ্দিনঃ
শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে সর্বভারতীয় কমিটির ডাকে সারা দেশজুড়ে জনমত গঠনের লক্ষ্যে এক কোটি সই সংগ্রহের কর্মসূচি চলছে এস.ইউ.সি.আই. কমিউনিস্ট প্রভাবিত ছাত্র সংগঠন এ.আই.ডি.এস.ও-র পক্ষ থেকে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার রামপুরহাট কলেজের সামনে সই সংগ্রহ করা হচ্ছিল ছাত্র সংগঠনের পক্ষ থেকে, সেইসময় TMCP’র সদস্যরা কর্মসূচিতে বাধা দেয় এবং ছাত্র কর্মীদের ভয় দেখানো, শাসানো, গালিগালাজ করা হয় বলে ছাত্র সংগঠনের পক্ষে অভিযোগ তোলা হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ এলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। সংগঠনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ও জাতীয় শিক্ষানীতি-২০২০ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য যে, তৃনমূল কংগ্রেস মুখে বলছে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে, অন্যদিকে তাদেরই ছাত্র সংগঠন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে জনমত গঠনে বাধা দিচ্ছে। আসলে এই ধরনের আদর্শহীন পেশীবহুল কলেজ রাজনীতি একসময় প্রাক্তন শাসক দলের ছাত্র সংগঠন করেছে; আজও সেই একই ধারা বজায় রেখে চলছে বর্তমান শাসক দলের ছাত্র সংগঠন। এক প্রেস বিবৃতিতে সেই কথা জানান AIDSO র বীরভূম জেলা কমিটির অফিস সম্পাদক শুভময় দে।