জোট প্রার্থীর সমর্থনে বাম-কংগ্রেসের ভোট প্রচার বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

বাম-কংগ্রেস জোট প্রার্থীর সমর্থনে আজ ১০ মে বিকেলে নির্বাচনী প্রচার জমে ওঠে বীরভূমের দুবরাজপুরে। মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে এই জনসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রে এবার জোটের প্রার্থী কংগ্রেসের মিল্টন রশিদ, প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের পলিব্যুরোর সদস্য ডাঃ রামচন্দ্র ডোম, সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ, এ আই সি সি এর সম্পাদক তথা পশ্চিমবঙ্গের অবজারভার বি.পি.সিং সহ জোটের দলীয় নেতৃত্বরা। মহম্মদ সেলিম তাঁর বক্তব্যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নানা দুর্নীতির কথা তুলে ধরে তুলোধোনা করেন। তিনি বলেন এই দুটি দলের রুটি,রুজি,শিক্ষা, স্বাস্থ্য,কলকারখানা কোন উন্নয়নের কথা নেই! শুধুমাত্র রাম মন্দির আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলে ভোট চাইছে। ৫০০,১০০০ টাকা তো ভান্ডার নয়, এগুলো ভাঁড়! ভান্ডার আছে তৃণমূল সরকারের মন্ত্রীদের কাছে। চুরি দুর্নীতির টাকায় ভাণ্ডার তৈরি হয়েছে। তাই তারা এখন অনেকেই জেলে। তিনি মানুষের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের মিল্টন রশিদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন ভীমগড়, খয়রাশোল, লোকপুর সহ দুবরাজপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম গঞ্জের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন জনসভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *