
সেখ রিয়াজুদ্দিনঃ
টোটোর উপরে সবুজ সাথীর সাইকেল এবং লক্ষ্মীর ভাঁড় নিয়ে লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব প্রচার করা হয় শুক্রবার খয়রাশোলের লোকপুরে। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার বিকেলে একটি মিছিল আয়োজিত হয়। বীরভূম লোকসভা কেন্দ্রের ৪২ নম্বর আসনের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এই মিছিল আয়োজিত হয়।মিছিলে পা মেলান খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ, যুব তৃণমূলের জেলা সম্পাদক দেবব্রত সাহা, শিক্ষক প্রদীপ মন্ডল, শিক্ষক তরুণ তপন ব্যানার্জী সহ অন্যান্য শিক্ষকগণ। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত এই মিছিল স্থানীয় এলাকার বাসষ্ট্যান্ড, বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং লোকপুর নিচু বাসস্ট্যান্ডে একটি পথসভা আয়োজিত হয়। এই মিছিলে সবুজ সাথীর সাইকেল এবং লক্ষীর ভান্ডারের ‘কার্ট আউট’ টোটোতে করে মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বর্তমান তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভান্ডার এবং সবুজ সাথী প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই অভিনব উপায়ে এই মিছিল করা হয় লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। লোকপুর নিচু বাস স্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য রজত মুখার্জি, লোকপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব হিসেবে ছিলেন দেবদাস নন্দী, পিয়ার মোল্লা, দীপক শীল প্রমুখ নেতৃত্ব। খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ, যুব তৃণমূলের জেলা সম্পাদক দেবব্রত সাহা প্রমুখ নেতৃত্ব।