বিজেপির নির্বাচনী প্রচারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূমের রামপুরহাটে

শম্ভুনাথ সেনঃ

নির্বাচনী জনসভায় আজ বীরভূমের রামপুরহাটে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে তিনি আজ ১০ মে জনসভায় ভাষণ দেন। বীরভূমের কেষ্টর গড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,তিহার জেলে বন্দি থাকা কেষ্টর কথা তার মুখে শোনা যায়। তিনি বলেন, অনুব্রত মণ্ডলকে জানেন তো, আর ভয় খাবেন ও এখন জেলে আছে। অবৈধ কয়লা, বালি, গরুপচার কাণ্ডে লিপ্ত ছিল। আজ তিহারের জেলের হাওয়া খাচ্ছে। আজ আমি এইটা বলতে এসেছি, যারা কাটমানি চালাই সিণ্ডিগেট চালাই, তারা সুধরে যাও এখনো সময় আছে। ভারতীয় জনতা পার্টির সরকার হতেই, কাটমানি চালানো, সিণ্ডিগেট চালানো কারীদের উল্টো করে টাঙিয়ে সোজা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তিনি বক্তব্যে বলেন, রামমন্দিরের নিমন্ত্রন পত্র পাঠানো হয়েছিল রাহুল বাবা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদেরকে। কিন্তু ওরা যায়নি। এই কংগ্রেস ৭০ বছর ধরে রামমন্দির কে আটকে রেখেছিল। মোদীজি এসে কেশ ভী জিতা, মন্দির ভী কিয়া, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ওদের ভয় ছিল ভোট ব্যাঙ্কের। তাই তারা উপস্থিত হতে পারেনি। আমরা ওদের এই ভোট ব্যাঙ্ক কে ভয় পায়না। মোদিজী যা বলেন তাই করেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দিয়েছেন। আত্মঙ্কবাদ কো দেশ সে সমাপ্ত করে। তাই আপনাদের কোনো ভয় নেই, মোদীর গ্যারান্টি আছে। এদিন তিনি বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন এরাজ্যের ৩০ টি আসনে বিজেপিকে জেতাবার জন্য বীরভূমের দুটো সিট চাই। এমনটাই দলীয় কর্মী সমর্থকদের কাছে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রচারের শেষ মুহূর্তে অমিত শাহের মতো হেভিওয়েট নেতাকে নিয়ে এসে বিজেপির ফায়দা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *