শম্ভুনাথ সেনঃ
আজ ১২ মে। দিনটি “আন্তর্জাতিক নার্স ডে” হিসেবে চিহ্নিত। বীরভূমের সিউড়ির নির্মলা দেবী হেলথ কেয়ার একটি বেসরকারি নার্সিংহোম এর পক্ষ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই বেসরকারি নার্সিং এর পক্ষ থেকে সিউড়ি সদর হাসপাতালে কর্মরত নার্সদের মিষ্টিমুখ করানো হয় সেই সঙ্গে একটি করে গোলাপ ফুল কর্মরত নার্সদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ১২ মে কে আন্তর্জাতিক নার্স দিবসের তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছিল কারণ এটি নার্সিং ইতিহাসের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে চিহ্নিত করে। প্রসঙ্গত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। তিনি তাঁর জীবন দিয়ে নার্সিং অনুশীলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৮২০ খ্রিস্টাব্দের এমন এক ১২ মে তার জন্ম হয়। এই দিবস পালনের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। এদিন সিউড়িতে সরকারি-বেসরকারি নার্সদের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়।