খয়রাশোল ব্লক এলাকার ভোটদানের চিত্র

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৪ লোকসভার চতুর্থ দফায় রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমের দুটি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হয় ১৩ মে। জেলার খয়রাশোল ব্লক এলাকার বিভিন্ন বুথে ভোটদানের চিত্র তুলে ধরা হয় আমাদের ক্যামেরায়। এদিন খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটা বুথে কোথাও ভোটের এজেন্ট বসতে না দেওয়া এবং ভোটের এজেন্টের সই না মেলায় বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। এ অভিযোগের তীর কোথাও তৃণমূলের বিরুদ্ধে আবার কোথাও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ওঠে। ঘটনাস্থলে শুরু হয় উত্তেজনা। এছাড়া লোকপুর পঞ্চায়েতের বনকাটা গ্রামে ৭৩ নম্বর বুথে ইভিএম চালু করার সময় গন্ডগোল দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে ভোট শুরু হতে ৫০ মিনিট বিলম্বে হয়। পরবর্তীতে খবর দেওয়া হলে ইভিএম টেকনিশিয়ান এসে ঠিক করে যান এবং ৭.৫০ থেকে ভোট গ্রহণ শুরু হয় বলে জানা গেছে। এদিন খয়রাশোল ব্লকের লোকপুর, রূপুষপুর, নাকড়াকোন্দা ও বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথের চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি নওপাড়া ৫৯ নম্বর বুথ এলাকার নতুন ভোটার তথা এবছর প্রথম নির্বাচনে ভোটদানকারী উম্মে সাইমা তার ভোটদানের অভিজ্ঞতা ও আনন্দের কথা ব্যক্ত করে এক সাক্ষাৎকারের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *