বীরভূমের জয়দেব কেন্দুলির টিকরবেতা গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো ২৪ প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

শতবর্ষ প্রাচীন গ্রামীণ লোকায়ত ধর্মীয় উৎসবে মেতে উঠলো বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব সংলগ্ন টিকরবেতা গ্রাম। ২৮-৩১ বৈশাখ এই চার দিন ধরে ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। ফুল, মালাই সেজে ওঠে গ্রামের নাট মন্দির। বসে গ্রামীণ মেলা। প্রতি পরিবারে আগমন ঘটে আত্মীয় পরিজনদের। আজ দুপুরে শেষ হয় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান। প্রতিবছরের ন্যায় এই একই দিনে এই হরিনাম সংকীর্তন ২৪ প্রহর ধর্মীয় অনুষ্ঠানটি টিকরবেতা গ্রামবাসী মিলে এই অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী আরও পাঁচ সাতটি গ্রামের মানুষজন। এই ২৪ প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠান ধারাবাহিকভাবে অন্তত ১০০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে বলেই জানা যায়। এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ প্রতিদিন সন্ধ্যায় ৮-১০ টি হরিনামের দল নৃত্য,গানে, ছন্দে পরিবেশন করে। সন্ধ্যাবেলায় এই গৌরমণ্ডলী অনুষ্ঠান দেখতে বহু মানুষের ভিড় জমে। রাত্রিতে অনুষ্ঠিত হয় পালা সংকীর্তন। এই ২৪ প্রহর অনুষ্ঠানটিতে শুধুমাত্র গ্রামবাসীদের আর্থিক সাহায্য সহযোগিতায় অনুষ্ঠিত হয় বলেই দাবি করেন সুব্রত ঘোষ, কালিদাস মণ্ডলদের মতো প্রবীণ গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *