শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের ঝিকর্ডা অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার সরবরাহ করা হয় বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। গত প্রায় এক বছর ধরে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিকে অনেকবার বলা সত্বেও কোনো পরিবর্তন না আসায় ১৪ মে গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখায়। খাবারের গুণগত মান একেবারে নিম্নমানের সেই সঙ্গে খাবারের মধ্যে পোকামাকড় থাকে বলে উপভোক্তারা জানিয়েছেন। এমনকি এই খাবার খেয়ে শিশুদের শরীর খারাপ হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করেন। গর্ভবতী মা ও বাচ্চারা এই খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন বলেই দাবি করেছেন অনেকে। অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণিকে গত এক বছর ধরে এই অভিযোগ জানানো সত্বে কোন পরিবর্তন না হওয়ায় এদিন সেন্টারে এসে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি বলেই গ্রামবাসীদের দাবি। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে মুখ খুলেছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের সহায়িকা তপতী সেন।