শম্ভুনাথ সেনঃ
লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়েছে শাসক দলের অত্যাচার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বীরভূমের ইলামবাজার ব্লকের মুর্গাবনি গ্রামে ভোটের দিন থেকেই বিজেপি করার অপরাধে ৩০টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়া হচ্ছে। এই পরিবারগুলি বিজেপি দলের সমর্থক হওয়ার কারণেই তাদের জল নিতে বাধা দেওয়া হচ্ছে বলে ওই গ্রামবাসীরা জানিয়েছেন। তাদের অভিযোগ এলাকার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকার আদিবাসী যুবকদের অভিযোগ সকাল থেকে পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকছে তৃণমূলের দুষ্কৃতীরা। তালা বন্ধ করে রাখা হয় বলে তারা জানিয়েছেন। এমনকি এলাকার পুকুর গুলিতেও পাহারা দিচ্ছে তারা। পাঁচ দিন ধরে তীব্র জলকষ্ঠে ভুগছে এই এলাকার বিজেপি সমর্থক এই পরিবারগুলি। এই প্রতিহিংসার বিরুদ্ধে এবং পানীয় জলের দাবিতে গতকাল বৃহস্পতিবার তারা গ্রামে বিক্ষোভ শুরু করেছেন। পরে সরেজমিনে আসেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি সমর্থক এই আদিবাসীদের উপর অত্যাচার শুরু হয়েছে। সরকারি জল তাদের দেওয়া হচ্ছে না। বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে।