শম্ভুনাথ সেনঃ
বীমা সংস্থার নামে হুবহু জাল রশিদ ছাপিয়ে আর্থিক প্রতারণা। এমন অভিযোগে বীরভূমের বোলপুর এলআইসি অফিসে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আজ ১৭ মে, শুক্রবার প্রতারিত মহিলা ও পুরুষ বীমা গ্রহীতারা বোলপুর এলআইসি অফিসে এসে ব্যাপক বিক্ষোভ দেখান। সরকারি অফিসে এমন উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। উল্লেখ্য, কীর্ণাহারের বাসিন্দা এলআইসির এজেন্ট পিন্টু ঘোষের সাব এজেন্ট হিসেবে কাজ করতো সেখ হাকিম। তার বাড়ি পাঁড়ুই থানার বিষ্ণুখন্ডা গ্রামে। অভিযোগ গত দুই বছর ধরে শেখ হাকিম লোহাগড়, জগদ্দলপুর, গোলটিকুরি, গোড়াপাড়া, হিঙ্গনপুর, মোলডাঙ্গা, মহিদাপুর সন্নিহিত আশেপাশের অনেক গ্রামের বহু বীমা গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। সেখ হাকিম গত ২-৩ বছর ধরে জাল রশিদ ছাপিয়ে সেই সমস্ত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। কিন্তু গত তিন মাস ধরে অভিযুক্ত এজেন্ট কিস্তির টাকা নিচ্ছিল না। তাই বোলপুরের এলআইসি অফিসে ঘটনাটি জানতে এসে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন গ্রাহকরা।