
শম্ভুনাথ সেনঃ
এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে গতকাল ১৬ মে বীরভূমের মুরারই থানার ঢুরিয়া গ্রামে। পারমিতা নরসুন্দর নামে এই গৃহবধূকে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর তারা থানায় খবর দিলে মুরারই থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গর্ভমেন্ট কলেজ হাসপাতালে পাঠায়।এদিকে মেয়ের বাবার বাড়ির লোকজন থানায় অভিযোগ করেন যে তাদের মেয়েকে আত্মহত্যা প্ররোচনা বা মেরে ঝুলিয়ে দিয়েছে। বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরেই তার উপর অত্যাচার চালাতো বলে তাদের অভিযোগ। তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ করার ফলে স্বামী মেঘনাথ নরসুন্দরকে যথাশীঘ্র আটক করে মুরারই থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।আজ ১৭ মে সকালে রামপুরহাট মহকুমা আদালতে ঐ অভিযুক্তকে তোলা হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম