শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে আরেকজনের রক্তদানে। এই গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট বাড়ে জেলার হাসপাতালগুলিতে। সেই রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে দুবরাজপুর পরিবর্তন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে “প্রচেষ্টা” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ ২১ মে দুবরাজপুর কলুপাড়ায় এই নেশামুক্তি কেন্দ্রে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই শিবিরে মোট ২০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। তাদের মধ্যে ১ জন মহিলা। সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক সেন্টার এই রক্ত সংগ্রহ করে। রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা রাহুল গড়াই জানিয়েছেন, এই নেশা মুক্তি কেন্দ্র এই নিয়ে দুবার রক্তদান শিবিরের আয়োজন করছে। গ্রীষ্মের এই রক্ত সংকট মোকাবিলায় “রক্তদান” একটি সামাজিক উদ্যোগ হিসেবে তাদের এই সংস্থা পরিকল্পনা নিয়েছে।