শম্ভুনাথ সেনঃ
আজ ২২ মে। দিনটি “আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস” হিসেবে চিহ্নিত। এবার ২০২৪ সালের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের থিম হল — “পরিকল্পনার অংশ হও”। এই থিমটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই দিনটি উদযাপনে জেলার বনদপ্তর এগিয়ে এসেছে।
উল্লেখ্য, গত রবিবার মহঃবাজার ব্লকের দুমুনি গ্রাম সন্নিহিত ময়ূরাক্ষী নদীর পাড়ের জঙ্গলে আগুন লেগে প্রচুর পরিমাণে গাছপালা পুড়ে যায়। আজ ২২ মে বন দপ্তরের সিউড়ি রেঞ্জ থেকে বিভিন্ন প্রকার চার গাছ লাগানোর জন্য বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো সদস্য তথা অজয়পুর হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক দীনবন্ধু বিশ্বাসের হাতে দেওয়া হয়।
তাঁর উদ্যোগে আজ আদিবাসী সমাজের মানুষজনকে নিয়ে দুমুনি গ্রামের ঐ পুড়ে যাওয়া বন ভূমিতে গাছের চারা গুলো বসানো হয়।গাছ লাগানোর জন্য ঐ গ্রামের বাসিন্দারা খুব খুশি হন। সিউড়ি বন দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রামের মানুষজন। এই চারা গাছ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিল আদিবাসী সমাজের ছোট ছোট শিশুরা।