
শম্ভুনাথ সেনঃ
তিন নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার সময় বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরার মাথায় আগুন। দাউ দাউ আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনায় ট্রেন থেকে আরো সব যাত্রীদের নামার জন্য ব্যস্ততা শুরু হয়ে যায়। ঘটনাটি ঘটে ৩০ মে, বৃহস্পতিবার রাত্রি ৯ টা ২০ নাগাদ।

বীরভূমের মল্লারপুর স্টেশনে তিন নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ কামরার মাথায় আগুন জ্বলতে দেখেন যাত্রীরা। ট্রেন দাঁড়াতেই ভয়ে যাত্রীরা কামরা থেকে নেমে দৌড়াদৌড়ি শুরু করেন। স্টেশন চত্বর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষের অনুমান, ঝড়ে শুকনো ডাল এসে বিদ্যুৎবাহী তারে পড়ে। সেখান থেকেই শর্টসার্কিটে আগুন ধরে যায়।তবে সকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ মল্লারপুর স্টেশনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে যায়। পরে আবার গন্তব্যের দিকে রওনা দেয়। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।