শম্ভুনাথ সেনঃ
স্থানীয় শাসকদলের মদতে সারা বীরভূম জুড়ে পুলিশের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার। ফলে ক্ষতি হচ্ছে সরকারী রাজস্ব। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতে রামনগর তিওর পাড়ার কাছে বাঁশলৈ নদীর বালিঘাট থেকে ক’দিন ধরেই চলছে অবৈধ বালি পাচার। নদীর পাড় কেটে যন্ত্রের সাহায্যে বালি চুরি করছে রাতের অন্ধকারে। গোপন সূত্রে খবর পেয়ে আজ ৩১ মে সকাল বেলায় স্থানীয় বিডিও সাহেব বীরেন্দ্র অধিকারী ও মুরারই থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। সরেজমিনে পৌঁছায় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। রামনগর তিওর পাড়া সংলগ্ন বাঁশলৈ নদীঘাট থেকে অবৈধভাবে বালি তোলার জন্য ৯ টি ট্রাক্টর আটক করা হয়। এই অবৈধ বালি পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মুরারই পুলিশ প্রশাসন।
ছবি ও ভিডিও: দিপু মিঞা, মুরারই; বীরভূম